আরবিয়া (বুধবার), ০১ মে ২০২৪

রাজধানীতে নকল হ্যান্ড স্যানিটাইজার তৈরির কারখানা

রাজধানীতে নকল হ্যান্ড স্যানিটাইজার তৈরির কারখানা

নিজস্ব প্রতিবেদক : লকডাউনের এই সময়েও জালিয়াত চক্রের তৎপরতা থেমে নেই।  সবাই যখন সুরক্ষা নিশ্চিত নিয়ে চিন্তিত, তখন রাজধানীতে ভেজাল সুরক্ষা সামগ্রী তৈরি ও বিক্রি করছে কিছু অসাধু ব্যবসায়ী।

বৃহস্পতিবার রাজধানীর যাত্রাবাড়ী বাসস্ট্যান্ডের বিপরীতে রায়েরবাগ এলাকার একটি ফ্ল্যাটের বেজমেন্টে এমন ভেজাল হ্যান্ড স্যানিটাইজার তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সেখানে অভিযানকালে‌ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিবিহীন কয়েক হাজার হ্যান্ড স্যানিটাইজারসহ অন্যান্য সুরক্ষা সামগ্রী মজুত দেখতে পেয়েছে র‌্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। র‌্যাব-১০ এর সহযোগিতায় সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র বসু।

তিনি জানান, কাজী ম্যানুফ্যাকচার নামে একটি প্রতিষ্ঠান আবাসিক ভবনের নিচে সম্পূর্ণ অননুমোদিতভাবে ভেজাল হ্যান্ড স্যানিটাইজার তৈরি ও বাজারে বিক্রি করে আসছে। অভিযানে কাজী ম্যানুফ্যাকচারের মালিক মো. কাজী মুন্নাকে আটক করা হয়েছে। অভিযান চলছে। অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

Facebook Comments Box