সাবত (শনিবার), ২১ সেপ্টেম্বর ২০২৪

রাজধানীতে জেএমবি’র ২ সদস্য গ্রেফতার

রাজধানীতে জেএমবি'র ২ সদস্য গ্রেফতার

ঢাকা: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে জেএমবির ঝিনাইদহ অঞ্চলের আঞ্চলিক নেতাসহ দু’জন সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-২) সদস্যরা।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাতে দু’জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও উগ্রবাদী বই জব্দ করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় কারওয়ানবাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আটক বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Facebook Comments Box