আহাদ (রবিবার), ২৩ মার্চ ২০২৫

রাজধানীতে প্রথম জনসভা করছে জাতীয় ঐক্যফ্রন্ট

ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে আত্মপ্রকাশের পর রাজধানীতে প্রথম জনসভা করছে জাতীয় ঐক্যফ্রন্ট। এরইমধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছেন জোটের নেতা-কর্মীরা।

এই জনসভা থেকেই চূড়ান্ত আন্দোলনের ডাক দেয়া হতে পারে। সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ সাত দফা দাবি আদায়ে সরকারকে সময় বেঁধে দিতে পারে ঐক্যফ্রন্ট।

সোমবার রাতে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জোটের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ঐক্যফ্রন্টের সমাবেশ থেকে এমন কর্মসূচি ঘোষণা করা হবে যাতে রাজনৈতিক সংলাপ বাধাগ্রস্ত না হয়।

গতকাল সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যালয় থেকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার মৌখিক অনুমতি নেন ঐক্যফ্রন্ট।

Facebook Comments Box