আহাদ (রবিবার), ১৪ ডিসেম্বর ২০২৫

এভারেস্টে মৃতের সংখ্যা বেড়ছে

মাউন্ট এভারেস্টে একটু তাঁবুর ভেতর থেকে ৪ পর্বতারোহীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে দুইজন স্থানীয় শেরপা গাইড ও দুইজন বিদেশি রয়েছে।
এই চারজনের মৃতদেহসহ চলতি মৌসুমে এভারেস্টে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ জনে।
গত রবিবার নিহত স্লোভাকিয়ার এক পর্বতারোহীর মৃতদেহ উদ্ধার করতে গিয়ে এই চারজনের মৃতদেহ উদ্ধার করে উদ্ধারকর্মীরা। এভারেস্টের কথিত ‘ডেথ জোন’ থেকে এই মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে। এই ‘ডেথ জোনে’ অক্সিজেনের পরিমাণ অত্যন্ত কম।
এছাড়া চলতি মৌসুমে অস্ট্রেলিয়ান পর্বতারোহী ফ্রানচেস্কো মারচেত্তি, ভারতীয় রবি কুমারের মৃতদেহ সোমবার উদ্ধার করা হয়। সবচেয়ে বেশি বয়সে এভারেস্ট আরোহণের রেকর্ড পুনরুদ্ধার করতে গিয়ে মারা যান মিন বাহাদুর শেরচান। গত এপ্রিলে সুইস কিংবদন্তি পর্বতারোহী উলি স্টেক মারা যান। বিবিসি।
Facebook Comments Box