জুমুআ (শুক্রবার), ১৮ অক্টোবর ২০২৪

আবারও সীমান্তে বাংলাদেশিকে হত্যা করল বিএসএফ

নিজস্ব প্রতিবেদক:রাজশাহী: সীমান্তে বাংলাদেশি হত্যা যেন থামছেই না। ঠাকুরগাঁও সীমান্তে চারদিন আগে-পরে দুজন বাংলাদেশি নিহত হওয়ার দুদিনের মাথায় এবার রাজশাহী সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি রাখাল নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোররাতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাহেবনগর সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবির সাহেবনগর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার সুলতান মোল্লা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার রাতে জামালসহ কয়েকজন মিলে সাহেবনগর সীমান্তসংলগ্ন এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে।

ফেরার পথে ভারতের মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার ৩৫ বিএসএফেরর চর আষাড়িয়াদহ বিওপি ক্যাম্পের জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

এতে ঘটনাস্থলেই জামাল মারা যান। তার সাথে থাকা কয়েকজন তার লাশ নিয়ে পালিয়ে আসেন।

প্রসঙ্গত, মঙ্গলবার ভোরে (২২ জানুয়ারি) ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক মো. জেনারুল নিহত হয়েছেন এবং শুক্রবার (১৮ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে জাহাঙ্গীর আলম রাজু (২১) নামে আরেক বাংলাদেশি নিহত হন।

Facebook Comments Box