আরবিয়া (বুধবার), ২৩ এপ্রিল ২০২৫

লালমনিরহাটে সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার খেংটি(মাস্টারপাড়া) সীমান্তে নুরুজ্জামান (২২) নামে এক বাংলাদেশি রাখালকে ধরে নিয়ে গেছে বিএসএফ।

মঙ্গলবার ভোরে তাকে ধরে নিয়ে যাওয়া হয়।নুরুজ্জামান উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের খেংটি(মাস্টারপাড়া) এলাকার বাসিন্দা।

বিজিবি ও এলাকাবাসী সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত ভোর সাড়ে ৪টার দিকে গরু আনতে ৮৪৩ নম্বর আর্ন্তজাতিক সীমানা পিলার অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ করে। এ সময় ওঁৎ পেতে থাকা ভারতীয় কুচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা ক্যাম্পের টহলদল তাকে আটক করে নিয়ে যায়।

এ ঘটনায় বিজিবি কড়াপ্রতিবাদ জানিয়ে বিএসএফকে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে আহবান জানিয়েছে।

এ ব্যাপারে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বুড়িমারি কোম্পানী কমান্ডার সুবেদার ফোরকানুল হক ও ভারতীয় কুচবিহার-৬১বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা কোম্পানী কমান্ডার সুবেদার সেতারাম সিংহ পতাকা বৈঠকে করছেন। বৈঠক শেষে বিস্তারিত জানানো হবে।’

Facebook Comments Box