জুমুআ (শুক্রবার), ০৭ নভেম্বর ২০২৫

কোরআনের আয়াত মুখস্থের সাজা দিলেন বিচারক!

কোরআনের আয়াত মুখস্থের সাজা দিলেন বিচারক!

সাজা হিসেবে কোরআনের আয়াত মুখস্থ করার রায় দিয়েছেন লেবাননের এক বিচারক। খ্রিস্টান ধর্মকে অবমাননা করায় তিন মুসলিম যুবককে বিচারক এই সাজা দেন। ধর্ম অবমাননার দায়ে ওই তিন যুবককে কারাদণ্ড দেয়ার পরিবর্তে এই যুগান্তকারী রায় দিয়েছেন বিচারক। গত সপ্তাহে লেবাননের উত্তরে ত্রিপোলির আদালতে এ ঘটনা ঘটে।

ওই বিচারকের নাম জোসেলিন মাত্তা। জোসেলিন তিন মুসলিম যুবককে হযরত মরিয়ম আলাইহাস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালাম-কে প্রশংসা করে সুরা আল-ইমরানের যে আয়াতগুলো রয়েছে সেগুলো মুখস্থ করার আদেশ দেন বলে জানা গেছে।

রায়ের পর্যবেক্ষণে বিচারক মাত্তা বলেন, ইসলামে সহনশীলতা ও হযরত মরিয়ম আলাইহাস সালাম এর প্রতি ভালোবাসার শিক্ষা দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘আইন শুধু কারাগারই নয়, এটি একটি শিক্ষাকেন্দ্রও বটে।’

এদিকে, বিচারকের এই রায়কে স্বাগত জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি।

Facebook Comments Box