জুমুআ (শুক্রবার), ২৬ সেপ্টেম্বর ২০২৫

সন্ধ্যায় তফসিল: জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। বুধবার নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বৃহষ্পতিবার সন্ধ্যা ৭ টায় জাতির উদ্দেশে ভাষণ প্রদানের মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।’

প্রধান নির্বাচন কশিনারের ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Facebook Comments Box