রাজধানীতে ট্রাক ও বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক:রাজধানীতে পৃথক ঘটনায় ট্রাক ও বাসের ধাক্কায় তিনজন মারা গেছেন। রোববার দিবাগত রাতে বিমানবন্দর ও খিলক্ষেত এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
বিমানবন্দর থানা পুলিশ জানায়, রাত পৌনে ১টার দিকে বিমানবন্দরে প্রবেশপথের কাছে এক ট্রাকচালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি ফুটপাতে উঠে দুই পথচারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।
নিহত দুজন হলেন- মো. ডালিম (২০) ও মো. মোবারক (২৭)। নরসিংদীর রায়পুরা উপজেলায় তাদের বাড়ি। মোবাইল ফোন সেট ও মানিব্যাগের কাগজপত্র থেকে পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
ওই দুজন তাদের এক আত্মীয়কে বিদায় জানাতে ঢাকায় এসেছিলেন। চালক ও তার সহযোগীকে আটক এবং ট্রাকটি জব্দ করা হয়েছে।
এদিকে রাত আড়াইটার দিকে বুলবুল আহমেদ (২৫) নামে এক ব্যক্তিকে খিলক্ষেত ৩০০ ফুট রাস্তায় একটি চলন্ত বাস ধাক্কা দেয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে বাসটি আটক করা যায়নি বলে এএসআই শাহজাহান জানান।