মৌসুমেও কমছে না সবজি দাম

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে সব ধরনের সবজির। কেজিতে পাঁচ থেকে ৫০ টাকা পর্যন্ত দাম বেড়েছে সবজিভেদে। সবচেয়ে বেশি বেড়েছে পটল, চিচিঙ্গা, বরবটি আর কাঁচামরিচের দাম। একইসঙ্গে দাম বেড়েছে শাকের বাজারেও।
ক্রেতারা জানান, বাজারে সব জিনিসের দাম বেশি। এক কেজি পেঁয়াজ কিনতে দেড়শ টাকা লাগছে। অথচ গত বছর এমন সময় দেড়শ টাকা দিয়ে ৫ কেজি পেঁয়াজ কেনা যেত। জিনিসপত্রের এমন দামে আমাদের মতো গরিব মানুষেরা অনেক কষ্টে আছে।
শীতের সবজির ভরা মৌসুমেও কদু, করলা, টমেটো, শশা, ফুলকপি, বাঁধাকপি, বেগুনসহ সব ধরনের সবজিই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে বেশ ভোগাচ্ছে। বাজারে ভরপুর সবজি থাকলেও সব ধরনের সবজির দাম এখনও বেশ চড়া।
গতকাল শুক্রবার রাজধানীর কারওয়ানবাজার, রামপুরা, মালিবাগ হাজীপাড়া, খিলগাঁও অঞ্চলের বিভিন্ন বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।
১০০ টাকা থেকে গত সপ্তাহে ১৫০ টাকা হওয়া পেঁয়াজের কেজি এ সপ্তাহে ১৪০-১৫০ টাকা। পেঁয়াজের এই দামের বিষয়ে কারওয়ানবাজারের ব্যবসায়ী নোয়াব আলী বলেন, গত বছর এই সময়ে ৫ কেজি পেঁয়াজ বিক্রি করেছি ১১৫-১২০ টাকার মধ্যে। এখন এক কেজি পেঁয়াজ ১৩০ টাকা বিক্রি করতে হচ্ছে।
তিনি বলেন, এবার যা পরিস্থিতি তাতে পেঁয়াজের দাম কমার খুব একটা সম্ভাবনা দেখছি না। অনেকে বেশি দামের কারণে মুড়ি পেঁয়াজ বিক্রি করে দিয়েছেন। এতে পেঁয়াজের সরবরাহ এখন কম। পেঁয়াজ বাজারে আমদানি (সরবরাহ বাড়া) না হলে দাম কমার বদলে উল্টো বাড়বে।
খিলগাঁওয়ের ব্যবসায়ী আলম বলেন, বাজারে এখন সব ধরনের শীতের সবজি ভরপুর। এখন যে দামে সবজি বিক্রি হচ্ছে, এর চেয়ে দাম কমার সম্ভাবনা এবার নেই। সবজির যে দাম তাতে আমরাও বিরক্ত। কিন্তু কিছু করার নেই।
তিনি বলেন, বাজারে সবজির যে পরিমাণ চাহিদা, সরবরাহ তার থেকে কম। এ কারণেই দাম বাড়তি। সবজি মজুদ করে দাম বাড়ানোর কোনো সুযোগ নেই।
মালিবাগের বাসিন্দা জহিরুল ইসলাম বলেন, এই সময় শীতের সব সবজি বাজারে ভরপুর থাকে। এ কারণে দামও কম থাকে। ফলে মানুষ সবজি কিনে শান্তি পায়। কিন্তু এবার সে সুযোগ নেই। সব ধরনের সবজির দাম বাড়তি। একটা দুইটা বেশি সবজি কেনার উপায় নাই। মূলত বাজারে কার্যকর নজরদারি না থাকায় দাম এমন বাড়তি।
সবজির বাড়তি দাম নিয়ে ক্রেতা-বিক্রেতার মাঝে রয়েছে ভিন্নমত। কাঁঠালবাগান বাজারের এক ক্রেতা বলেন, ব্যবসায়ীরা কারণে-অকারণে সজির দাম নিজেদের নিয়ন্ত্রণ করেন। বেশি মুনাফার আশায় দাম বাড়তি রাখেন প্রতিনিয়ত।
তবে তার কথার সঙ্গে একমত নন হাতিরপুল বাজারের সবজি বিক্রেতা সুমন। তিনি বলেন, এখন অনেক সবজির মৌসুম না। এ কারণে সেগুলোর দাম বাড়তি। এছাড়া পাইকারি বাজারে মালের সরবরাহ কম থাকলে দাম বাড়তি হয়। কাঁচামালের বাজার প্রতিনিয়ত দাম ওঠা-নামা করে।

















