আহাদ (রবিবার), ১৪ ডিসেম্বর ২০২৫

মুসলিম পরিবারে জন্মনিয়ন্ত্রণ নয়, অধিক সন্তান জন্ম দিনঃ প্রেসিডেন্ট এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোয়ান মুসলমানদের আরো অধিক সংখ্যায় সন্তান জন্ম দেয়ার আহ্বান জানিয়েছেন। জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থাকে প্রত্যাখ্যান করে তুর্কি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে প্রেসিডেন্ট এরদোয়ান বলেনকোনো মুসলিম পরিবারেরই জন্ম নিয়ন্ত্রণের কথা বিবেচনা করা উচিত নয়। তাদের উচিত আরো বেশি করে বংশবৃদ্ধি করা। প্রেসিডেন্ট এরদোয়ান এর আগেও জন্মনিয়ন্ত্রণকে রাষ্ট্রদ্রোহিতার সমতুল্য বলে অভিহিত করেছিলেন

তখন তুরস্কের নারী অধিকার সংগঠনগুলো এর সমালোচনা করেছিল। এরদোয়ান সে সময় নারী-পুরুষের সাম্যের ধারণাকেও উড়িয়ে দিয়েছিলেন। গত সোমাবার এরদোয়ান তার ভাষণে বলেনমহান আল্লাহ পাক উনার সিদ্ধান্তে কেউ হস্তক্ষেপ করতে পারে না। এ বিষয়ে প্রথম দায়িত্বটা থাকে মায়ের। উল্লেখ্যগত ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে দেয়া এক ভাষণে মাতৃত্বের মহত্ত্ব বিষয়ে কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে এরদোগান বলেছিলেনমা হিসেবে নারীরা সবকিছুর ঊর্ধ্বে

তাদের স্বাধীনতার নামে পরিবার ধ্বংসের সুযোগ দেয়া যেতে পারে না। এর আগে ওআইসি সম্মেলন উদ্বোধনকালে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন এরদোগান। তিনি বলেনমুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার এখনই সময়। বিশ্বের দেশে দেশে মুসলমানরা নিগৃহীত হচ্ছে

Facebook Comments Box