ইসনাইন (সোমবার), ০৬ মে ২০২৪

নেপালের স্যাটেলাইট উৎক্ষেপন ১৭ এপ্রিল

আন্তর্জাতিক ডেস্ক:যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে ১৭ এপ্রিল উৎক্ষেপনের জন্য প্রস্তুতি নিয়েছে নেপালের প্রথম নিজস্ব স্যাটেলাইট- নেপালিস্যাট-১। নেপালের একাডেমি অব সাইন্স এন্ড টেকনলজি (এনএএসটি) এই স্যাটেলাইট থেকে পাঠানো তথ্য মনিটর ও রেকর্ড রাখতে একটি গ্রাউন্ড স্টেশনের জন্য দরপত্রও আহ্বান করেছে।

আমেরিকান এরোস্পেস ম্যানুফেকচারার ও প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান ‘অরবিটাল এটিকে’ এই স্যাটেলাইট উৎক্ষেপন করবে।

এনএএসটি’র টেকনলজি ফ্যাকাল্টির প্রধান রবীন্দ্র প্রসাদ ধকল বলেন, আমাদের এখন কিছু স্যাটেলাইট যোগাযোগ সিস্টেম যন্ত্রপাতি কিনতে হবে। তাই সোমবার এ ব্যাপারে আমরা দরপত্র আহ্বান করেছি। আগ্রহী প্রতিষ্ঠান ও সরবরাহকারীরা এতে অংশ নিতে পারে।

ধকল জানান, এনএএসটি এরই মধ্যে সকল প্রস্তুতি শেষ করেছে। তিনি বলেন, শিগগিরই আমরা গ্রাউন্ড স্টেশন স্থাপন করবো। স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ করতে এটা জরুরি। স্টেশন স্থাপনের পর উচ্চ দক্ষতাসম্পন্ন মানব সম্পদ নিয়োগ দেয়া হবে বলে জানান তিনি।

ধকল বলেন, দেশকে মহাকাশে নিয়ে যাওয়ার প্রথম পদক্ষেপ এই উৎক্ষেপন। নেপালিস্যাট-১ তথ্য পাঠানো শুরু করার পর আমরা আমাদের মিশন সম্প্রসারণের কাজ শুরু করবো। নেপালের পতাকা ও এনএএসটি’র লোগো অঙ্কিত স্যাটেলাইটটি ১৭ এপ্রিল থেকে কক্ষপথে থাকছে।

জাপানি মহাকাশ সংস্থার সহযোগিতায় নেপালের পাশাপাশি শ্রীলংকা ও ভুটানের একটি করে স্যাটেলাইট মহাকাশে পাঠানো হচ্ছে।

Facebook Comments Box