সাবত (শনিবার), ০৪ মে ২০২৪

শ্বেতাঙ্গ উগ্র সন্ত্রাসীর নির্বিচার গুলিবর্ষণ: নিহত অন্তত ২০

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর গুলিতে অন্তত ২০জন নিহত

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি শপিং মলে একজন উগ্র শ্বেতাঙ্গ সন্ত্রাসীর নির্বিচার গুলিবর্ষণে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। এ ঘটনায় শিশুসহ আহত ২২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

স্থানীয় সময় শনিবার আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের এল পাসোর ওয়ালমার্ট স্টোরে এ দুঘর্টনা ঘটে। শহরটি মেক্সিকো সীমান্ত থেকে মাত্র কয়েক মাইল দূরে।

এ ঘটনায় জড়িত সন্দেহে এক শেতাঙ্গ যুবককে আটক করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, ওই যুবক একাই এ হামলা চালিয়েছে। ফুটেজে দেখা গেছে, গাঢ় কালো টি-শার্ট পরা এক যুবক কানে শব্দ নিরোধক যন্ত্র লাগিয়ে একটি অ্যাসাল্ট রাইফেল হাতে নিরস্ত্র মানুষের দিকে এগিয়ে যাচ্ছে।

আটকৃত যুবকটির বয়স ২১ বছর। নাম প্যাট্রিক ক্রুসিয়াস। সে ডালাস এলাকার অধিবাসী। পুলিশ বলছে, এ বিষয়ে আর কোনো হুমকি নেই বলে ধারনা করছে তারা।

শপিং মলে উগ্র সন্ত্রাসী হামলার ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটবার্তায় সে বলে, এল পাসোর ঘটনা অতি পীড়াদায়ক। এতে অনেকের প্রাণ ঝরেছে।

Facebook Comments Box