আহাদ (রবিবার), ০৬ অক্টোবর ২০২৪

ডিসেম্বরের শেষ দিকে নির্বাচনের জন্য প্রস্তুত ইসি

আর.এফ.এন নিউজ :

নির্বাচন কমিশন-ইভিএম

জানুয়ারিতে নয়, ডিসেম্বরের শেষ দিকেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন। অক্টোবরের শেষ দিকে তফসিল ঘোষণা করা হবে। বিভাগীয় শহরগুলোতে ভোটার তালিকার সিডি পাঠাতে শুরু করেছে নির্বাচন কমিশন। নভেম্বর থেকে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হবে।৩০শে অক্টোবর থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কাউন্ট ডাউন শুরু হচ্ছে।

রাজনৈতিক হিসাব-নিকাশের দিকে না গিয়ে নির্বাচন কমিশন তাদের রোডম্যাপ গুছিয়ে এনেছে। তফসিল ঘোষণার জন্য নিজেদের প্রস্তুত করছে তারা।তফসিল ঘোষণার পরই নভেম্বর থেকে মাঠ পর্যায়সহ সংশ্লিষ্ট সবার প্রশিক্ষণ পর্ব শুরু করবে ইসি।

এরই মধ্যে ৪০ হাজার ১শ ৯৯টি ভোটকেন্দ্র প্রস্তুত করেছে নির্বাচন কমিশন।

গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনীতে ইসি যে কোনো অভিযুক্ত কর্মকর্তাকে শুধু প্রত্যাহার নয় বরং বদলিরও সুপারিশ করে ।

Facebook Comments Box