আহাদ (রবিবার), ০৬ অক্টোবর ২০২৪

চট্টগ্রামের এলপিজি টার্মিনাল থেকে গ্যাস যাবে ভারতে

বন্দরনগরী চট্টগ্রামে নির্মিতব্য একটি তরল জ্বালানি গ্যাসের (এলপিজি) টার্মিনাল থেকে ভারতে গ্যাস সরবরাহের লক্ষ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে সরকার।

ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং বাংলাদেশের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সোমবার ঢাকার হোটেল রেডিসনে এই সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষরের পর এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, চট্টগ্রামে তরল জ্বালানি গ্যাসের (এলপিজি) টার্মিনাল নির্মিত হলে ভারতের ত্রিপুরা এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে এলপিজি সরবরাহ করা হবে। এ ছাড়া এই টার্মিনালের মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরীণ সরবরাহ আরো দ্রুততর হওয়ার পাশাপাশি দেশের চাহিদা পরিপূর্ণভাবে মেটানো সম্ভব হবে।

এ ছাড়া একই বিষয়ে আগামীকাল মঙ্গলবার চট্টগ্রামে  বাংলাদেশের ইস্টার্ন রিফাইনারি লিমিটেড ও ভারতের ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেডের মধ্যে আরেকটি চুক্তি স্বাক্ষরিত হবে। এই অনুষ্ঠানেও ভারত ও বাংলাদেশের দুই মন্ত্রী উপস্থিত থাকবেন।

Facebook Comments Box