সাবত (শনিবার), ২২ নভেম্বর ২০২৫

উইগুরদের ওপর নির্যাতনের প্রতিবাদে ঢাকায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: চীনের শিনজিয়াং প্রদেশে উইগুর মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রেসক্লাবে উইঘুর মুসলিম অধিকার পরিষদের সদস্যরা এ কর্মসূচি পালন করেন। এসময় তারা নির্যাতন বন্ধ করে উইগুরদের দ্বীনি অধিকার প্রতিষ্ঠার দাবি জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলছেন, চীনে উইগুর মুসলিমদের ওপর নানাভাবে নির্যাতন করছে দেশটির সরকার। এমনকি তাদের দ্বীনি বিভিন্ন কার্যক্রম অনুশীলন করতে দেওয়া হচ্ছে না।

গত মার্চ থেকেই উইগুর মুসলিমদের ওপর নানাভাবে নির্যাতন করে আসছে চীনা সরকার। উইগুর নারীদের জোরপূর্বক ক্যাম্পে আটক করে তাদের ন্যাড়া করে দেওয়া হচ্ছে। তাদের বন্ধ্যা করে দেওয়ার অভিযোগও পাওয়া গেছে। তাদের প্রাচীন মসজিদগুলো গুঁড়িয়ে দিয়েছে চীনা সরকার। চীনা কর্তৃপক্ষের এসব কার্যক্রমের প্রতিবাদে ও উইগুরদের প্রতি সংহতি প্রকাশে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন থেকে সংগঠনের নেতারা চীনা প্রশাসন কর্তৃক এসব মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানান। কঠিন এই পরিস্থিতি থেকে উইগুর মুসলিমদের উদ্ধারে তারা জাতিসংঘের হস্তক্ষেপ দাবি করেছে এবং চীনা সরকারকে এসব নৃশংস কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box