আরবিয়া (বুধবার), ২৫ জুন ২০২৫

ইফার খুতবা বাতিলে লিগ্যাল নোটিশ

আরএফএন ডেস্কঃ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নির্ধারণ করে দেয়া জুমার নামাজের খুতবা বাতিল করতে সরকারের প্রতি লিগ্যাল নোটিশ দিয়েছে এক আইনজীবী।

আগামী সাতদিনের মধ্যে এ নোটিশের জবাব না দিলে  ধর্ম মন্ত্রনালয়ের সচিব, ইফার ডিজি শামীম মো. আফজালের বিরুদ্ধে হাইকোর্টের রিট আবেদন করা হবে বলে জানানো হয়েছে।

সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট জুলফিকার আলী জুনু মুসলিম উম্মাহর পক্ষে সোমবার এ নোটিশটি পাঠান। নোটিশে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক  নির্ধারণ করে দেয়া জুমার নামাযের খুতবা ধর্মীয় অনুভুতিতে আঘাতের শামিল বলে উল্লেখ করা হয়েছে।

এই আইনজীবী অরো উল্লেখ করেন জুমার নামাজে মসজিদের ইমামরা যে সকল খুতবা দিয়ে থাকেন সেগুলো ধর্মপ্রাণ মুসলমান গ্রহণ করে ইবাদত বন্দেগী পালন করে থাকেন।

ইমামদেরকে খুতবা নির্দিষ্ট করে দেয়অ ধর্মীয় স্বাধীনতা ও ধর্মীয় অনুভুতিতে আঘাতের শামিল।

নোটিশে কেন ইফা কর্তৃক এই নিয়ম আইনগতভাবে অবৈধ হবে না, এবং এটি কেন বাতিল করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে।

Facebook Comments Box