বরিশাল বানারী পাড়ায় সরকারী এতীমখানার টাকা আত্মসাৎ
বরিশাল সংবাদদাতা : সমাজকল্যান মন্ত্রনালয়ের আওতাধীন, সমাজ সেবা অধিদপ্তরের ক্যাপিটেশন গ্রান্ড পাপ্ত এতিমখানা- রেজি নং বরি-৫২৯/৯৮ মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা এতীমখানা, বাসর বড়বাড়ী, বানরী পাড়া, বরিশাল- এর টাকা দীর্ঘ প্রায় দশ বছর যাবত মাদ্রাসা কমিটির সহ সেক্রেটারী মোঃ জাহাঙ্গীর বড়বাড়ী, মোঃ নূরুল হক, মোঃ কালাম বাবুর্চি গং আত্মসাত করে আসছে।
১৬ জন ইয়াতীমের জন্য টাকা পেলেও দীর্ঘ দশ বছর যাবত কোনো দিনই ১৬ জন ইয়াতীম উক্ত মাদ্রাসায় ছিলো না এবং এখোনো নেই। উপজেলা সমাজ সেবার লোকরা পূর্বে ইনফরমেশন করে অডিটে আসে। তখন সময়িকভাবে আশপাশ থেকে ছাত্র ধরে এনে তাদের এতীম হিসাবে দেখিয়ে দেয়। অথচ তারা উক্ত মাদ্রসার ছাত্রও নয় এবং এতীমও নয়।















