ইসনাইন (সোমবার), ১৫ ডিসেম্বর ২০২৫

লজ্জা পাবার দল বিএনপি লজ্জা নয় :সেতুমন্ত্রী

আ.এফ.এন নিউজ:

লজ্জা পাবার দল বিএনপি লজ্জা  নয় :সেতুমন্ত্রী

বিএনপি লজ্জা পাবার দল নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, তারা যখন ক্ষমতায় ছিলো তখন বিরোধী দলের অধিকার খর্ব করেছিলো। রাস্তা আটকে মঙ্গলবার র‌্যালি করেছে। এ ঘটনায় এটাই প্রমান করে তাদের গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে না।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, বিরোধীদল সভা সমাবেশের অনুমতি পায় না এটা ঠিক না। তাদেরকে অনুমতি দিলেই বলে সরকার বাধ্য হয়ে দিয়েছে, আর না দিলে বলে গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। তাহলে এখন সরকার কোন দিকে যাবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দুর্নীতির দায়ে দণ্ডিত হলে নৈতিকতার দিক থেকে দলীয় প্রধান থাকার কোনো সুযোগ নেই। এটা তাদের গঠনতন্ত্রেই ছিল। তারা তা পরিবর্তন করেছে। এর উত্তর কোনো বিএনপির নেতার কাছ থেকে পাইনি।

তিনি বলেন, জাতীয় সংসদে যারা প্রতিনিধিত্ব করছে তারাই নির্বাচনকালীন সরকারে থাকতে পারে। বিএনপি সংসদে নেই তাই এখন এটা বিবেচ্য বিষয় না।

Facebook Comments Box