জেলেদের ভিজিএফ চাল দেওয়া হচ্ছে জাটকা ধরা বিরত রাখতে

আর.এফ.এন নিউজ :
জেলেদের ভিজিএফ চাল দেওয়া হচ্ছে জাটকা ধরা বিরত রাখতে
সরকার দেশের ১৭ জেলার ৮৫ উপজেলায় জেলেদের জাটকা ইলিশ ধরা থেকে বিরত রাখতে বিশেষ ভিজিএফ চাল বরাদ্দ দিয়েছে।
প্রতি মাসে পরিবার প্রতি ৪০ কেজি হারে ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত ৪ মাসে ২ লাখ ৪৮ হাজার ৬৭৪ জন জেলে মোট ৩৯ হাজার ৭৮৮ মেট্রিক টন চাল বরাদ্দ পাবেন।
সোমবার এক সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, ১০ জানুয়ারি ২০১৮ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকদের অনুকূলে বরাদ্দ প্রদানের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরকে এ বরাদ্দ ছাড় করা হয়।
মৎস্য অধিদপ্তর প্রেরিত তালিকা অনুযায়ী জেলেদের সংখ্যা নির্ধারণ করা হয়। স্থানীয় সংসদ সদস্যকে অবহিত রেখে দুঃস্থ ও প্রকৃত মৎস্যজীবীদের মধ্যে এ চাল বিতরণের জন্য জেলা প্রশাসকদের অনুরোধ করা হয়েছে।


















