ইসনাইন (সোমবার), ১৫ ডিসেম্বর ২০২৫

গুলশানে জমজ নবজাতকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশানের প্রগতি স্মরণী এলাকায় ব্যাগের ভেতর থেকে দুই মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ প্রগতি স্মরণী এলাকায় গিয়ে একটি বাজারের ব্যাগ থেকে দু’টি মেয়ে নবজাতকের মরদেহ করে। ধারণা করা হচ্ছে, নবজাতক দু’টি জমজ। মৃত অবস্থায় কে বা কারা ওই স্থানে ফেলে রেখে গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box