ছুলাছা (মঙ্গলবার), ১৪ জানুয়ারি ২০২৫

আমদানি হচ্ছে ২৫ হাজার টন ইউরিয়া সার

৬৫ লাখ মেট্রিক টন সার আমদানির সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : সংযুক্ত আরব আমিরাত থেকে ২৫ হাজার টন ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (৬ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে কমিটির বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে অর্থমন্ত্রী এ তথ্য জানান। রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে আরব আমিরাতের রোয়াসিস ফার্টিলাইজার ইন্ডাস্ট্রিজ থেকে এই সার কেনা হচ্ছে। প্রথম লটে এই সার কিনতে ব্যয় হবে ৫৪ কোটি ২৯ লাখ ২৯ হাজার টাকা।

অর্থমন্ত্রী জানান, রোয়াসিস ফার্টিলাইজার ইন্ডাস্ট্রিজের সঙ্গে চুক্তি অনুযায়ী দুই লাখ টনের মধ্যে বাকি এক লাখ ৭৫ হাজার টন ইউরিয়া সার নিরবচ্ছিন্নভাবে আমদানির জন্য লটভিত্তিক মূল্য ৫০ কোটি টাকার বেশি হলেও ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আলাদা অনুমোদনের পরিবর্তে বিশেষ বিবেচনায় অনুমোদনের ক্ষমতা শিল্পমন্ত্রীকে দেয়া হয়েছে।

Facebook Comments Box