জুমুআ (শুক্রবার), ২৯ মার্চ ২০২৪

ইরান সফরে পাকিস্তান সেনাপ্রধান

ইরান সফরে পাকিস্তান সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান সেনাবাহিনী প্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া ও ইরানী শসস্ত্র বাহিনী প্রধান মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন

পাকিস্তান সেনাবাহিনী প্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া সোমবার এক সরকারি সফরে ইরান গেছেন।

পাকিস্তান আইএসপিআর জানায় যে, জেনারেল বাজওয়া তার ইরানী প্রতিপক্ষ মেজর জেনারেল মোহাম্মদ হোসেইনের সঙ্গে সাক্ষাত করেন। তারা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় প্রচেষ্টা এবং পাকিস্তান-ইরান সীমান্ত নিরাপত্তা ম্যাকানিজম নিয়ে আলোচনা করেন।

এর আগে সোমবার সকালে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর সদরদফতরে জেনারেল বাজওয়ার সঙ্গে সাক্ষাত করেছেন তুরস্ক সেনাবাহিনী প্রধান জেনারেল ইয়াসার গুলের।

সফরকারী অতিথি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় পাকিস্তানের প্রশংসা করেন বলে আইএসপিআর জানিয়েছে।

দুই সেনা কমান্ডার আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক আরো জোদারের উপায় নিয়ে আলোচনা করেছেন।

Facebook Comments Box