খামিছ (বৃহস্পতিবার), ২৫ এপ্রিল ২০২৪

শেরপুরে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের হিড়িক

শেরপুর প্রতিনিধি : শেরপুরে বিএসএফের গুলিতে উকিল মিয়া (১৯) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন সুমন মিয়া নামে আরেক যুবক। সোমবার (১৮ নভেম্বর) ভোর ৫টার দিকে শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের সীমান্তের ১০৯১ নং সীমান্ত পিলারের কাছে পানবাড়ি এলাকায় হতাহতের এই ঘটনা ঘটেছে।

নিহত উকিল মিয়ার বাড়ি উপজেলার মেঘাদল গ্রামে। বাবার নাম বঙ্গসুরুজ। অপরদিকে আহত সুমন মিয়ার বাড়ি বাবেলাকোনা গ্রামে। তিনি ওই গ্রামের বদর আলীর ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গরুর ঘাস সংগ্রহের জন্য একদল যুবক ভারতীয় সীমান্তের কুমারগাতি এলাকায় প্রবেশ করে। এ সময় বিএসএফ গুলি চালালে উকিল ও সুমন আহত হয়ে বাংলাদেশি সীমান্তের পানবাড়ি এলাকায় এসে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নিয়ে এলে উকিল মিয়া মারা যায়। খবর পেয়ে কর্ণঝোড়া ক্যাম্পের বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেন।

Facebook Comments Box