আহাদ (রবিবার), ১৪ ডিসেম্বর ২০২৫

ফের দেশের পানিসীমায় ট্রলারসহ ১৫ ভারতীয় জেলে আটক

অবরোধের সময়সীমা কমানোর দাবিতে জেলেদের সমাবেশ

নিউজ ডেস্ক :  বাংলাদেশ পানিসীমায় অবৈধভাবে ঢুকে মাছ শিকারের অভিযোগে ট্রলার মাছসহ ১৫ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী।
মঙ্গলবার রাতে আটক জেলেদের বাগেরহাটের মংলা থানায় হস্তান্তর করেছে নৌবাহিনী। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আটকরা হলো- ভোলানাথ দাস (৬০), মিন্টু দাস (২৫), বাবুল সরকার (৪২), উত্তম দাস (২৬), কিরণ দাস (৬৫), রাজেশ দাস (৩৩), কার্ত্তিক দাস (৪৫), আনন্দ দাস (৫০), নেপাল দাস (২৬), বাসুদেব দাস (৩০), সূর্য্য দাস (২৬), উত্তম দাস (৩৫), সোনারাম দাস (৫১), বিমল দাস (৪৮) এবং পিল্টন দাস (২৩)। এদের বাড়ি ভারতের পশ্চিম বঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার কাঁকদ্বিপ উপজেলার বিভিন্ন গ্রামে।

মংলা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানিয়েছেন, মংলা বন্দরের ৯০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে নৌবাহিনীর একটি টহল জাহাজ সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ট্রলারসহ ওই ভারতীয় জেলেদের আটক করে।

এ ঘটনায় নৌবাহিনীর পেটি অফিসার মো. আবুল মঞ্জুর বাদী হয়ে আটককৃত জেলেদের বিরুদ্ধে সামুদ্রিক মৎস্য অধ্যাদেশের ২২ ধারায় মংলা থানায় একটি মামলা করেছেন বলে ওসি জানান।

Facebook Comments Box