দুর্নীতিবাজ কাউকে ছাড় দিচ্ছে না সরকার -পরিকল্পনামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সন্ত্রাস, মাদকের পর এবার দুনীতির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে এবং দুর্নীতিবাজ কাউকে ছাড় দিচ্ছে না বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বর্তমান সরকার জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ক্ষেত্রে সার্বিকভাবে দেশের মানুষ উপকৃত হচ্ছে। আওয়ামী লীগ সরকারের শাসনামলে মানুষের আয় বৃদ্ধি পেয়েছে। দরিদ্রতার হার কমেছে।
শুক্রবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় প্রবাসীদের অর্থায়নে ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হিমঘরের উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্তব্য তিনি এ সব কথা বলেন।
এম এ মান্নান বলেন, দেশে উন্নতমানের চিকিৎসা সেবা রয়েছে। এখন আর আগের মতো বিদেশে গিয়ে চিকিৎসা নিতে হয় না। বিদেশের চিকিৎসা এখন দেশে পাওয়া যাচ্ছে। তবে আমাদের বিদেশনির্ভর মানসিকতার পরিবর্তন করতে হবে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স প্রসঙ্গে বলেন, আমাদের এখানে অবকাঠামো ও দক্ষ জনবলের কিছুটা অভাব রয়েছে। মানুষের উন্নতসেবা নিশ্চিত করার জন্য প্রতিটি ক্ষেত্রে কাজ করতে হবে।