জুমুআ (শুক্রবার), ২৯ মার্চ ২০২৪

এনজিও অফিস থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার

আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করছে মিয়ানমার

নিউজ ডেস্ক: রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে কর্মরত ‘শেড’ নামের একটি এনজিও অফিস কাম গোডাউন থেকে বিপুল পরিমান দেশীয় তৈরী অস্ত্র উদ্ধার করেছে উখিয়া উপজেলা প্রশাসন।

উখিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে উখিয়া উপজেলা সদরের রাজাপালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মালভিটা পাড়ায় অবস্থিত শেড এর অফিসে অভিযান চালিয়ে দেশীয় এসব অস্ত্র সমুহ উদ্ধার করেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফখরুল ইসলাম জানান, উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে নিড়ানী, কোদাল, বেলচা, বল্লম, লাটি, বাট সহ বিভিন্ন ধরণের দেশীয় তৈরী অস্ত্র রয়েছে। উদ্ধারকৃত মালামাল জব্দ করে সহকারী কমিশনার ভূমি এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে উদ্ধারকৃত মালামালের জব্দ তালিকা তৈরী করা হচ্ছে।

এ অভিযানের প্রত্যক্ষদর্শী সংবাদকর্মীরা জানান, শেড এর কার্যালয় হতে উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের পরিমান প্রায় এক হাজার মতো হতে পারে। তবে অভিযানের সময় শেড এর কার্যালয়ে কাউকে পাওয়া যায়নি।

জানা গেছে মুক্তির মত শেডের এসব দেশীয় অস্ত্রও রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহের জন্য তৈরী করা হচ্ছিল।

Facebook Comments Box