জুমুআ (শুক্রবার), ২৯ মার্চ ২০২৪

চ্যালেঞ্জ মোকাবিলায় এক হয়ে কাজ করতে হবে -প্রবাসী কল্যাণমন্ত্রী

চ্যালেঞ্জ মোকাবিলায় এক হয়ে কাজ করতে হবে

হবিগঞ্জ সংবাদদাতা: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, সুষ্ঠু শ্রম অভিবাসনের চ্যালেঞ্জ মোকাবিলায় সংশ্লিষ্ট সকলকে এক হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, তা না হলে আমাদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ব্যাহত হতে পারে। গতকাল জুমুয়াবার হবিগঞ্জের বাহুবল উপজেলায় আয়োজিত এক সভায় তিনি একথা জানান।

নিরাপদ, নিয়মিত, সুশৃংখল, দায়িত্বশীল অভিবাসনের লক্ষ্য পূরণই বর্তমান সরকারের অঙ্গীকার এ কথা উল্লেখ করে ইমরান আহমদ বলেন, এ বিষয়ে সরকার ইতোমধ্যে অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছে। এর সুফল আমরা পেতে শুরু করেছি।

তিনি বলেন, ২০১৭ সালে ১০ লাখ লোক বিদেশে প্রেরণ করা হয়েছে। এ বৎসর এখন পর্যন্ত ৪ লাখ ৭০ হাজারের মত লোক বিদেশে গেছে। সরকার এখন চায় দক্ষ জনশক্তি প্রেরণ করতে। তাই যারা বিদেশে যেতে চায় তাদের জন্য বিশেষ প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়েছে।

মন্ত্রী বলেন, বিদেশে যাতে আমাদের লোকজন নিরাপদে থাকে এবং দেশের ভাবমূর্তি উন্নত হয় তার জন্যও কাজ করছে সরকার।

Facebook Comments Box