সাবত (শনিবার), ২১ সেপ্টেম্বর ২০২৪

কাশ্মীরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ভারত

এই পর্যন্ত কাশ্মীর ইস্যুতে গ্রেফতার ৪০ হাজার

নিউজ ডেস্ক : নিরাপত্তা ও বিশৃঙ্খলা রোধের বড়াধ দেখিয়ে জম্মু ও কাশ্মীরে ওপর ভারতের আরোপিত নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। ৩৯ দিন পর এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে কাশ্মীর সরকারের জনসংযোগ ও তথ্য অধিদফতর। খবর হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে আংশিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও জীবনযাত্রায় খুব বেশি পরিবর্তন আসেনি। দোকানপাট বন্ধই ছিল, ফাঁকা ছিল স্কুলগুলোও। সড়কগুলোতে খুব বেশি গাড়ি চলাচল করতে দেখা যায়নি। তবে নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়ার পর চালু হয়েছে হয়েছে ফোন লাইন, মোবাইল ও ইন্টারনেট পরিষেবাও।

গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করা হয়। কেড়ে নেওয়া হয় কাশ্মীরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা। একটি বিল পাসের মাধ্যমে লাদাখ ও কাশ্মিরকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়। এই ঘটনায় সকল ধরণের বিক্ষোভ আন্দোলন ঠেকাতে কাশ্মীরে কারফিউ জারিসহ মোতায়েন করা হয় বিপুলসংখ্যক অতিরিক্ত সেনা। কাশ্মিরের সাবেক দুই মুখ্যমন্ত্রীসহ প্রায় ৪ হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে।

Facebook Comments Box