খামিছ (বৃহস্পতিবার), ১৮ এপ্রিল ২০২৪

পাকিস্তান জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক

Meeting of Pakistan Security Committee

আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মির ইস্যুকে কেন্দ্র করে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি জরুরি বৈঠক করেছে।

এতে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে যোগ দেন প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রী এবং সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াসহ শীর্ষ পর্যায়ের অন্য সেনা কর্মকর্তারা। এছাড়া, আযাদ কাশ্মিরের মুখ্যমন্ত্রী, কাশ্মির বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী ও প্রধানমন্ত্রী তথ্য বিষয়ক বিশেষ সহকারীও বৈঠকে উপস্থিত ছিলেন।

৯৪ হাজার কাশ্মীরি মুসলিমকে হত্যা ও ১০ হাজার নারীকে সম্ভ্রমহানী করেছে ভারতীয় সেনারা

ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি বসবাসরত জনগণের বিরুদ্ধে ভারতীয় সেনারা গুচ্ছ বোমা ব্যবহার করেছে -এমন অভিযোগ এনে পাকিস্তান জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক বসে। বৈঠকটি আহ্বান করেন প্রধানমন্ত্রী ইমরান খান। বেসামরিক জনগণের ওপর গুচ্ছ বোমা ব্যবহারের ঘটনায় বৈঠক থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। একে আন্তর্জাতিক মানবাধিকার আইন ও জেনেভা কনভেনশনের লঙ্ঘন বলে মন্তব্য করা হয়েছে।

এদিকে, টুইটার পোস্টে ইমরান খান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাশ্মির ইস্যু নিয়ে মধ্যস্থতা করার আগ্রহ দেখিয়েছেন; মধ্যস্থতার এটাই ভালো সময়। এছাড়া, বেসামরিক লোকজনের ওপর গুচ্ছ বোমা ব্যবহার করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বিষয়টি আমলে নেয়ার আহ্বান জানিয়েছেন ইমরান খান।

Facebook Comments Box