জুমুআ (শুক্রবার), ১৯ এপ্রিল ২০২৪

সেনাবাহিনীর সাথে গোলাগুলিতে ৩ উপজাতি সন্ত্রাসী নিহত

সেনাবাহিনীর সাথে গোলাগুলিতে ৩ উপজাতি সন্ত্রাসী নিহত

খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার দুর্গম বড়াদম এলাকায় সেনাবাহিনীর সাথে গোলাগুলিতে ৩ উগ্র উপজাতি সন্ত্রাসী নিহত হয়েছে এবং ঘটনাস্থল থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) সকালের দিকে দীঘিনালার কবাখালী ইউনিয়নের দজরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এই তথ্য নিশ্চিত করেছে।

নিহত ৩ উগ্র উপজাতি সন্ত্রাসী হলো−ভুজেন্দ্র লাল চাকমা (৪৫), নবীন জ্যোতি চাকমা (৩২) ও রশিল চাকমা (২৫)। নিহত তিন জনকে নিজেদের কর্মী দাবি করেছে ইউপিডিএফ প্রসীত গ্রুপের খাগড়াছড়ি শাখার সংগঠক অংগ্য মারমা।

পুলিশ জানায়, সকালে সেনাবাহিনীর একটি দল দজরপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ’র এক আস্তানায় অভিযানে যায়। এ সময় সন্ত্রাসীরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়লে সেনাবাহিনীও আত্মরক্ষার্থে গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলে তিন জন নিহত হয়। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

খাগড়াছড়ি সদর সার্কেলের এএসপি রওনক আলম জানান, সেনাবাহিনীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ দুপুর ১২টায় তিনটি মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

এদিকে প্রেস বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, ঘটনাস্থল থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

Facebook Comments Box