জুমুআ (শুক্রবার), ২৬ এপ্রিল ২০২৪

শ্রীলঙ্কান নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ চট্টগ্রামে

শ্রীলঙ্কান নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ চট্টগ্রামে

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে ৪ দিনের সফরে শ্রীলঙ্কা নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ ‘সায়ুরা’ ও ‘নন্দিমিত্র’ প্রথমবারের মতো বাংলাদেশে শুভেচ্ছা সফরে এসেছে। জাহাজ দুটি সোমবার (২৬ আগস্ট) সকালে চিটাগাং ড্রাই ডক লিমিটেডের জেটিতে এসে পৌঁছায়।

আইএসপিআর জানায়, শ্রীলঙ্কার জাহাজ দুটিতে প্রশিক্ষণার্থী কর্মকর্তাসহ ২৪৭ জন নৌসদস্য রয়েছেন।

জাহাজ দুটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে নৌবাহিনী জাহাজ ‘দুর্জয়’ তাদের অভ্যর্থনা জানায়। পরে চট্টগ্রাম নৌঅঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আব্দুস সামাদ জাহাজ দুটির অধিনায়কদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

৪ দিনের সফরে জাহাজের কর্মকর্তা ও নাবিকরা নৌবাহিনী জাহাজ সমুদ্র জয়, বাংলাদেশ নেভাল একাডেমি, চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক পর্যটন এলাকা পরিদর্শন করবে।

এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও শ্রীলঙ্কার নৌবাহিনীর পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
আগামী ২৯ আগস্ট জাহাজ দুটি বাংলাদেশ ছেড়ে চলে যাবে।

Facebook Comments Box