জুমুআ (শুক্রবার), ২৯ মার্চ ২০২৪

গুজরাটে মুসলিম পুলিশ কনস্টেবলকে হত্যার চেষ্টা

গুজরাটে মুসলিম পুলিশ কনস্টেবলকে হত্যার চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের গুজরাটে ভাদোদারা শহরে শুক্রবার সন্ধ্যায় উগ্রবাদী হিন্দু সন্ত্রাসীদের হাতে বর্বর হামলার শিকার হয়েছেন এক মুসলিম পুলিশ কনস্টেবল। হামলার এক পর্যায়ে তার দাড়ি ধরে টানাটানি করে এবং পরে গলাটিপে শ্বাসরোধ করে তাকে হত্যার চেষ্টাও করে। ৪৪ বছর বয়সী আহত ওই পুলিশ কনস্টেবলের নাম আরিফ ইসমাইল শেখ।

উগ্রবাদী হিন্দু সন্ত্রাসীরা বলতে থাকে, ‘আস আজ সবাই মিলে এই ব্যক্তিকে শেষ করে (হত্যা) ফেলি, মুসলমানরা তাদের সীমা ভুলে গেছে।

হামলার শিকার মুসলিম পুলিশ কনস্টেবল আরিফ ইসমাইল শেখ বলেন, গত ২৩ আগস্ট শুক্রবার রাত সাড়ে ৮টা নাগাদ ‘প্রতাপনগর সদর দফতরে আমার ডিউটিশেষ করে যখন আমি বাড়ি ফিরে যাচ্ছিলাম, তখন শিব শক্তি মহল্লার লোকাল পাশের রাস্তা পার হয়ে অজ্ঞাত এক যুবক আমার দিকে হাত দুলিয়েছিল। আমি তাকে শান্তভাবে রাস্তাটি অতিক্রম করতে বলার পরে, তিনি আমার দিকে এসে আমার ধর্মকে টার্গেট করে কথা বলতে শুরু করলেন।’

আক্রমণকারীরা তার শারীরিক চেহারার সাথে সম্পর্কিত অবমাননাকর, “ওহ, বোদায়া!” এবং “ওহ, মুসলিম!” মন্তব্য করতে থাকে। এরপর একটি পেট্রোল পাম্প সংলগ্ন নিকটবর্তী জনবসতি থেকে পাঁচ থেকে সাত জন লোক তার সাথে যোগ দেয় এবং তারা সবাই আমাকে মারধর করতে থাকে। তারা আমার দাড়ি ধরে টানাটানি শুরু করে। আমার মুখে আঘাত করে এবং তারা আমাকে গলা টিপে হত্যা করার চেষ্টা করে। উগ্রবাদী হিন্দু সন্ত্রাসীরা এসময় নিজেদের মধ্যে, ‘আস আজ সবাই মিলে এই ব্যক্তিকে শেষ করে (হত্যা) ফেলি, মুসলমানরা তাদের সীমা ভুলে গেছে…,’ এমন কথা বলতে থাকে।

আরিফ বলেন, উগ্রবাদী হিন্দু সন্ত্রাসীরা তাকে মারধর করার পর তার মানিব্যাগটি পর্যন্ত নিয়ে যায়। একপর্যায়ে আশেপাশের লোকজন ছুটে এলে উগ্রবাদী হিন্দু সন্ত্রাসীরা পালিয়ে যায়। মুসলিম পুলিশ কনস্টেবল অভিযোগ করেন,‘পুলিশ প্রথমত তার অভিযোগ নিতে অস্বীকার করে, এটা যে সাম্প্রদায়িক আক্রমণ, একথা মানতে নারাজ পুলিশ।’

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক সামাজিক কর্মী বলেন,‘যদিও এটা প্রথমবার নয়, এর আগেও ভাদোদারা সংখ্যালঘুদের (মুসলিম) উপর এমন হামলার ঘটনা ঘটেছে। তবে একজন মুসলিম পুলিশ অফিসারের উপর হামলার ঘটনা বিরল। এমন ঘটনা ঘটতে থাকলে সাধারণ মানুষ রাষ্ট্রের আইন-শৃঙ্খলা ব্যবস্থার প্রতি আস্থা হারিয়ে ফেলবে।’

Facebook Comments Box