খামিছ (বৃহস্পতিবার), ২৮ মার্চ ২০২৪

দুদকের হাত-পা বাঁধা: রিজভী

অন্য দিকে ফেরাতে সম্রাটকে গ্রেফতার

নিউজ ডেস্ক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাত-পা ক্ষমতাসীন দলের কাছে বাঁধা রয়েছে। বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাত-পা ক্ষমতাসীন দলের কাছে বাঁধা রয়েছে। বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, দুদক সরকার বিরোধী নেতাকর্মীর পিছনে বেপরোয়াভাবে ছোটাছুটি করলেও দেশের প্রতিটি কাতে যখন দুর্নীতি মহামারী আকার ধারণ করেছে, তখন তারা নীরব ভূমিকা পালন করেছে।

রিজভী বলেন, বর্তমানে দুর্নীতি আর লুটপাটের রাজত্বে পরিণত হয়েছে বাংলাদেশ। দুর্নীতি এখন মহামারী আকার ধারণ করেছে। দেশের আর্থিক খাত আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। ব্যাংকগুলো তারল্য সংকটে ধুঁকছে।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণের ব্যাপারে দক্ষিণ এশিয়ায় শীর্ষে, যা ১২ শতাংশে এসে দাঁড়িয়েছে। ধানের ন্যায্য মূল্য না পেয়ে শোকে-দুঃখে কৃষক ধান পুড়িয়ে দেয়, কোরবানির চামড়ার ন্যায্য মূল্য না পেয়ে মানুষ চামড়া মাটির নিচে পুঁতে রাখে, অথচ দেশের সরকারি-বেসরকারি ব্যাংকগুলোতে চলছে লুট।

Facebook Comments Box