১৪৩৯ হিজরী সনে পবিত্র রমাদ্বান শরীফ মাসের চাঁদ দেখা যায়নি

আজ ইয়াওমুল আরবিয়া (বুধবার), ২৯শে শা’বান ১৪৩৯ হিজরী, ১৬ মে ২০১৮ ঈসায়ী।
আন্তর্জাতিক চাঁদ দেখা কমিটি “মাজলিসু রুইয়াতিল হিলাল”-এর বাংলাদেশের ৬৪টি জেলার এবং সীমান্তবর্তী এলাকার প্রতিনিধিগণ অত্যন্ত সতর্কতার সাথে চাঁদ তালাশ করে কেন্দ্রীয় কমিটিতে তথ্য সরবরাহ করেন।
কেন্দ্রীয় কমিটির সভায় সিদ্ধান্ত হয় যে, পবিত্র রমাদ্বান শরীফ মাসের চাঁদ বাংলাদেশের কোথাও দৃশ্যমান হয়নি।
বাংলাদেশে পবিত্র রমাদ্বান শরীফ মাসের পহেলা তারিখ : ১৮ মে ২০১৮ ঈসায়ী।
চাঁদের প্রতিবেদন :
চাঁদের বয়স : ২৩ ঘন্টা ৭ মিনিট
সূর্যাস্তের সময় দিগন্ত রেখার উপর চাঁদের উচ্চতা : ১০°:৫৩’:০২”
সূর্যাস্তের সময় কৌণিক দূরত্ব : ১৩°:৫১’:০৭”
চন্দ্রাস্ত ও সূর্যাস্তের সময়ের পার্থক্য : ৫৬ মিনিট
টীকা : সূর্যাস্তের সময় চাঁদের এমন মান থাকার পরও আকাশ মেঘলা থাকায় চাঁদ দৃশ্যমান হয়নি।