রাজধানীর মহাখালীতে ঠিকাদারকে গুলি করে হত্যা
রাজধানীর মহাখালীতে নাসির (৪৮) নামে এক ঠিকাদারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সকালে মহাখালীর দক্ষিণপাড়া বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) আহসান হাবিব জানান, নাসির পেশায় ঠিকাদার ছিলেন। আজ (রোববার) সকালে সে শ্রমিকদের দিয়ে দক্ষিণপাড়া বড় মসজিদে টাইলসের কাজ করাচ্ছিলেন। এ সময় হঠাৎ দুর্বৃত্তরা নাসিরকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের দেওয়া খবরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার মরদেহ উদ্ধার করে।
তিনি আরও বলেন, নাসিরের মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হবে। তবে ঠিক কী কারণে কে বা কারা নাসিরকে গুলি করে হত্যা করেছে তা তদন্তের পর বলা যাবে।