আরবিয়া (বুধবার), ২৩ এপ্রিল ২০২৫

দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন একদিন বাড়লো

সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়ালী ৬০,৪০৭ আসামির জামিন

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন সোমবার (২৬ ফেব্রুয়ারি) পর্যন্ত বাড়ানো হয়েছে। সোমবার এ মামলায় শুনানি অনুষ্ঠিত হবে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে পুরান ঢাকার বকশীবাজার কারা অধিদফতরের মাঠে স্থাপিত বিশেষ আদালতে জামিন বাড়ানোর আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত।

তবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবীরা তার বিরোধিতা করেন। কিন্তু আদালত তা নাকচ করে দেন।

খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট আবদুর রেজাক খান জানান, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় রোববার পর্যন্ত খালেদা জিয়া জামিনে ছিলেন। কিন্তু তা বাড়ানোর জন্য আবেদন করা হয়।

আদালত তা মঞ্জুর করে সোমবার পর্যন্ত দিন বাড়ানোর নির্দেশ দিয়েছেন। ওইদিনই এ মামলার শুনানি অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box