কল্যাণপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান, চলছে গোলাগুলি

রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানার সন্ধান পেয়ে অভিযান চালাচ্ছে পুলিশ। সোমবার দিবাগত রাত সোয়া ১টার দিকে কল্যাণপুর ৫ নম্বর সড়কে পুলিশ এ অভিযান শুরু করে। এসময় পুলিশকে লক্ষ্য করে দেশীয় হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করে জঙ্গিরা। এতে একজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
মিরপুর থানার ওসি বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমরা এ মুহূর্তে অভিযানে রয়েছি। কথা বলতে পারছি না। পরে বিস্তারিত জানানো হবে।
জানা গেছে, মিরপুর থানা পুলিশ একটি তথ্যের ভিত্তিতে কল্যাণপুরের ৫ নম্বর সড়কে একটি ৫ তলা ভবনে অভিযান চালায়। অভিযান চালানোর পরে ওই ভবন থেকে পুলিশের ওপর একটি হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এতে একজন পুলিশ সদস্য আহত হন।
অভিযানে কয়েক প্লাটুন পুলিশ অভিযানে অংশ নিয়েছেন। তারা কল্যাণপুর ফুটওভার ব্রিজের পাশের ৫নং রোডের বাড়িটি ঘিরে রেখেছেন।
পুলিশ ধারনা করছে, ৫তলা ভবনের কোনো এক ফ্লোরে জঙ্গিদের আস্তানা রয়েছে।









