৫০ মণ জাটকাসহ বরিশালে আটক ৫

বরিশাল নগরের রুপাতলী ও আমতলা মোড়ে অবস্থিত ঢাকা-বরিশাল মহাসড়কে ৫০ মণ জাটকাসহ পাঁচ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে জাটকাসহ তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের অর্থদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. নুরুল ইসলাম, এবায়েদুল, হাফিজুল, গোপাল বণিক ও মো. আসাদুজ্জামান।
সদর নৌ-থানার সেকেন্ড অফিসার মো. সোহাগ ফকির বলেন, মৎস্য বিভাগের নেতৃত্বে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও বরিশাল সদর নৌ-থানা পুলিশের সদস্যরা মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে ৫০ মণ জাটকাসহ ৫ জনকে আটক করে।
তিনি আরও বলেন, আটকদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুসেইন খান পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মধ্যে বিতরণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।