৩২ ট্রলারসহ ৪ শতাধিক ভারতীয় জেলে আটক

নিউজ ডেস্ক : বঙ্গোপসাগরে মাছ ধরারত ভারতের ৩২টি ট্রলার নিয়ে চার শতাধিক জেলে অনুপ্রবেশ করায় পটুয়াখালীর উপকূলীয় এলাকা সংলগ্ন পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলে তাদেরকে আটক করেছে পায়রা বন্দর কোষ্টগার্ড ।
রবিবার দুপুরে পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের মৌডুবি পয়েন্টে থেকে তাদের আটক করা হয়।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান জানান, দুপুর দেড়টার দিকে বঙ্গোপসাগরের রাবনাবাদ চ্যানেলের কোস্টগার্ড স্টেশনের কাছ থেকে সারিবদ্ধ ভাবে ৩২টি ট্রলার সাগরের দিকে যাচ্ছিল। বাংলাদেশে অনুপ্রবেশ করায় কোস্টগার্ড সদস্যরা মৌডুবি এলাকা থেকে তাদের আটক করে। তবে এখন পর্যন্ত আটককৃত জেলেদের চুড়ান্ত সংখ্যা জানা যায়নি। ধারণা করা হচ্ছে বৈরী আবহাওয়ার কারণে ট্রলারগুলো নিয়ে জেলেরা বাংলাদেশের উপকূলে ঢুকে পড়েছে।

















