ইসনাইন (সোমবার), ১৫ ডিসেম্বর ২০২৫

১ দিনেই সড়কে নিহত ২২ জন-দুই মাসে নিহত ১ হাজার ২৭

ভারত-পাকিস্তান সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ৫

নিজস্ব প্রতিবেদক: বি-বাড়িয়ার বিজয়নগর উপজেলায়, হবিগঞ্জের নবীগঞ্জ, চট্টগ্রাম, ময়মনসিংহ, ফেনী ও সাভারে সড়ক দুর্ঘটনায় অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও কমপক্ষে  ২০ জন। শুক্রবার রাতে ও ভোরে এ দুর্ঘটনা ঘটে।

বি-বাড়িয়ার বিজয়নগর উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৪ জন।

হবিগঞ্জের নবীগঞ্জে গাছে ধাক্কা লেগে মাইক্রোবাসের ৯ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৫ জন। নারায়ণগঞ্জ থেকে সিলেটগামী একটি মাইক্রোর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ৭ জন পুরুষ ও একজন নারী যাত্রী মারা যান।  এ ছাড়া ড্রাইভারসহ আহত হন ৫ জন।

সাভারে মোটরসাইকেল দুর্ঘটনায় শিল্প পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে টাকা আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে।

চট্টগ্রমের সোনাগাজীতে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার মতিগঞ্জ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

ফেনীর সোনাগাজীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে সোনাগাজী সড়কের মতিগঞ্জ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহের ভালুকায় দুই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও আরও ৩ জন আহত হয়েছেন। গতকাল জুমুয়াবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

দুই মাসে ১০২৭ প্রাণ গেল সড়কে:

জানা গেছে, চলতি বছরের প্রথম দুই মাসে রাজধানী ঢাকাসহ সারাদেশে ৭৫৫টি সড়ক দুর্ঘটনায় ১,০২৭ জন নিহত ও ১,৩০১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা যথাক্রমে ১৪১ ও ১৬৬।

১ জানুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন মহাসড়ক, জাতীয় সড়ক, আন্তঃজেলা সড়ক ও আঞ্চলিক সড়কে এসব প্রাণঘাতি দুর্ঘটনা ঘটে। জানুয়ারিতে ৩৫৭টি দুর্ঘটনায় ৭০ নারী ও ৭৫ শিশুসহ ৪৮৭ জন নিহত এবং ৬২২ জন আহত হন। ফেব্রুয়ারিতে ৩৯৮টি দুর্ঘটনায় নিহত ও আহত হন যথাক্রমে ৫৪০ জন ও ৬৭৯ জন। নিহতের তালিকায় ৭১ জন নারী ও ৯১টি শিশু রয়েছে।

Facebook Comments Box