ছুলাছা (মঙ্গলবার), ১৪ মে ২০২৪

হাইকোর্টের তিন বিচারপতিকে সাময়িক অব্যাহতি

ওয়ানটাইম প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতির অভিযোগ ওঠায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের তিন বিচারপতিকে দায়িত্ব পালন থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠায় এ ব্যবস্থা নেয়া হয়েছে।

এই তিন বিচারপতি হলেন- বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক এবং বিচারপতি এ কে এম জহুরুল হক।

এ বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার সাইফুর রহমান বলেন, তাদের (তিন বিচারপতি) নাম আজকের কজলিস্টে নেই। আমি এ টুকুই জানি। এর বেশি কিছু বলতে চাই না।

এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গণমাধ্যমকে বলেন, তিন বিচারপতির সাময়িক অব্যাহতির বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। এটি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর এখতিয়ার।

প্রসঙ্গত, এর আগে ১৬ মে নিয়ম বহির্ভূতভাবে নিম্ন আদালতের মামলায় হস্তক্ষেপ করে ডিক্রি পাল্টে দেয়ার অভিযোগ উঠেছিল হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহুরুল হকের হাইকোর্ট বেঞ্চের বিরুদ্ধে।

তবে ঠিক কোন অভিযোগে তিন বিচারপতিকে তাদের বিচারিক কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে সে বিষয়ে দায়িত্বশীল কারও কাছ থেকে সুস্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি

Facebook Comments Box