সাবত (শনিবার), ১৩ ডিসেম্বর ২০২৫

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো জন্য আরো ৫২ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক: চলমান পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর অনুকূলে আরও ৫২ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় করোনা ভাইরাসের বিস্তার রোধকল্পে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, ত্রাণকাজ পরিচালনা, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে এই টাকা বরাদ্দ দিয়ে গতকাল রোববার (২৬ এপ্রিল) আদেশ জারি করেছে।

এর মধ্যে ৪৯২টি উপজেলা পরিষদের জন্য ২৪ কোটি ৪৫ লাখ, ৬১টি জেলা পরিষদের জন্য ১৬ কোটি, ১২টি সিটি করপোরেশনের জন্য ৬ কোটি ৮০ লাখ এবং ‘খ’ ও ‘গ’ শ্রেণির ১৩৮টি পৌরসভার জন্য পাঁচ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়।

ইতোপূর্বে গত ২৫ মার্চ ১২টি সিটি করপোরেশন, ৩২৮টি পৌরসভা ও ৪৯২টি উপজেলা পরিষদের জন্য সর্বমোট ৩৩ কোটি ২ লাখ টাকা বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছিল।

Facebook Comments Box