ছুলাছা (মঙ্গলবার), ২৩ এপ্রিল ২০২৪

সৌদি সমর্থনে ইরাকে হামলা চালিয়েছে ইসরাইল

ইরাকে মার্কিন উপস্থিতি বৈধ করতে দায়েশের হামলার নাটক

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের একজন শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা বলেছেন, সিরিয়ার কুর্দি অধ্যুষিত অঞ্চল থেকে সম্প্রতি ইহুদিবাদী ইসরাইল ইরাকের ভেতরে হামলা চালিয়েছে এবং এ হামলার পেছনে সৌদি আরবের সমর্থন ছিল।

ইরাকের এ কর্মকর্তা জানান, কথিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস বা এসডিএফ যোদ্ধারা এই হামলা চালিয়েছে। ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক হামলা সম্পর্কে ইরাকের গোয়েন্দা সংস্থা যে ব্রিফ করেছে সে সম্পর্কে ইরাকের এই কর্মকর্তা অবহিত রয়েছেন। তিনি নিউজ পোর্টাল মিডল ইস্ট আই-কে হামলা সম্পর্কে এসব তথ্য জানিয়েছেন। মার্কিন সমর্থিত এসডিএফ গেরিলাদের মধ্যে বেশিরভাগই কুর্দি গেরিলা রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ইরাকের এ কর্মকর্তা বলেন, সম্প্রতি চালানো এই হামলায় সৌদি আরব অর্থ সহায়তা দিয়েছে। সর্বশেষ গত রোববার ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের একটি বহরের ওপর ইহুদিবাদী ইসরাইলি ড্রোন হামলা চালায়। হামলায় মোবিলাইজেশন ইউনিটের একজন কমান্ডার নিহত এবং আরেক জন গুরুতর আহত হন।-পার্সটুডে

Facebook Comments Box