জুমুআ (শুক্রবার), ০৭ নভেম্বর ২০২৫

সেজান জুস কারখানায় পঁচা আম ব্যবহার, ৪শ’ মণ আম জব্দ

গোদাগাড়ীর সেজান জুস কারাখানায় পঁচা আম দিয়ে জুস তৈরীর গুরুতর অভিযোগ পাওয়া গেছে। র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে ৪০০ মণ পঁচা আম ধ্বংস করেছে। আর এই অভিযোগে কারখানাটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার চব্বিশনগরে অবস্থিত ওই কারখানাটিতে ওই অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হোসেনের নেতৃত্বে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আবু ফরহাদসহ থানা পুলিশের একটি দল অংশ নেয় এই ভেজাল বিরোধী অভিযান চালায়।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ শীর্ষ নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় কারখানা থেকে প্রায় ২০০ মণ দুর্গন্ধযুক্ত আধা পঁচা আম জব্দ করা হয়। এসব আম থেকেই পাল্প তৈরী করছিলো কারখানাটি। এনিয়ে কারখানাটিকে দুই লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হোসেন। কারখানা ব্যবস্থাপক আব্দুুল করিম তাৎক্ষনিকভাবে জরিমানার এই টাকা পরিশোধ করেন।

এর আগে আজ সকালে উপজেলার সাধুরমোড় এলাকায় পঁচা আম ভর্তি চারটি ট্রলি জব্দ করে পুলিশ। জুস তৈরীর জন্য চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রলিযোগে প্রায় ২০০ মণ পঁচা আম সেজানের জুস কারখানায় নেওয়া হচ্ছিল। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। পরে দুপুরে সেজান জুস কারখানায় ওই অভিযান চালানো হয়। এরপর জব্দকৃত এসব আম উপজেলার সাহাব্দিপুর এলাকায় নিয়ে ধ্বংস করা হয়েছে। এনিয়ে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে বলেও জানান ওসি।

Facebook Comments Box