শীর্ষ গোয়েন্দা পদে মোদির পছন্দ মনমোহনের জামাই
আরএফএন ডেস্কঃ অনেকেই আপত্তি তুলেছিলেন, কিন্তু কান দেন নি নরেন্দ্র মোদি। সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জামাই অশোক পট্টনায়েককে জাতীয় গোয়েন্দা গ্রিডের (ন্যাটগ্রিড) প্রধান হিসেবে নির্বাচিত করলেন তিনি।
মনমোহন প্রধানমন্ত্রী থাকাকালে চিদম্বরম স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন ন্যাটগ্রিড তৈরি হয়েছিল। ভারতের সব গোয়েন্দাবাহিনীর যত ডেটাবেস আছে, ন্যাটগ্রিড তাদের থেকে তথ্য সংগ্রহ করে।
মনমোহনের জামাই হওয়া সত্ত্বেও ন্যাটগ্রিড-প্রধানের মতো একটি গুরুত্বপূর্ণ পদে পট্টনায়েককে আনার বিরোধিতা করেছিলেন একাধিক গোয়েন্দা-কর্তা। কিন্তু হস্তক্ষেপ করেন মোদি।
প্রধানমন্ত্রীর সচিবালয় সূত্রে বলা হচ্ছে, বর্তমান সময়ের প্রেক্ষিতে এই সংস্থাটির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কেন্দ্র ও রাজ্যের মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময়, ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার উপর নজরদারি— এ সবই হল ন্যাটগ্রিডের কাজ। এই কাজে পট্টনায়েককে যোগ্য বলে মনে করেন বিশেষজ্ঞরা।
মোদি যখন ক্ষমতায় আসেন, তখন গোয়েন্দা প্রধানের দায়িত্বে ছিলেন আসিফ ইব্রাহিম। আসিফ ছিলেন ভারতের প্রথম মুসলিম গোয়েন্দা প্রধান। তার পর দায়িত্ব নেন দিনেশ্বর।











