খামিছ (বৃহস্পতিবার), ২৫ সেপ্টেম্বর ২০২৫

লম্বায় ১০ ফুট একেকটি চিচিঙ্গার ওজন ৪ কেজি!

খুলনা সংবাদদাতা: খুলনার পাইকগাছায় এখন বাংলাদেশের সবচেয়ে লম্বা চিচিঙ্গার চাষ হচ্ছে। পৌরসভার সরল গ্রামের সিআইজি গ্রুপের কয়েকজন কৃষক বীজ সংগ্রহ করে এ চিচিঙ্গার চাষ শুরু করেন। ইতোমধ্যে ভালো ফলনও হয়েছে। প্রতিটি চিচিঙ্গা ৯-১০ ফুট লম্বা হয়েছে। প্রতিটি চিচিঙ্গার ওজন ৩-৪ কেজি। বিভিন্ন এলাকা থেকে লোকজন লম্বা চিচিঙ্গা দেখতে আসছেন। কৃষি বিভাগের কর্মকর্তা ও গবেষকরা ক্ষেত পরিদর্শন করেছেন। চিচিঙ্গার এ চাষ মনিটরিং করছে উপজেলা কৃষি বিভাগ।

লম্বা চিচিঙ্গা প্রসঙ্গে উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম বলেন, পৌরসভার সরল এলাকার সিআইজি গ্রুপের ১০ জন কৃষক এ বছর প্রাথমিকভাবে চাষ শুরু করেছেন। শুরু থেকেই উপজেলা কৃষি বিভাগ থেকে কৃষকদের পরামর্শ দিয়ে সহযোগিতা এবং সার্বিক মনিটরিং করা হচ্ছে।’

তিনি বলেন, ফলন ভালো হওয়ায় দেশে লম্বা চিচিঙ্গা চাষের অনেক সম্ভাবনা রয়েছে। প্রতিটি চিচিঙ্গা ১০ ফুট লম্বা এবং ৩-৪ কেজি ওজন হয়। বাংলাদেশে এটি সবচেয়ে লম্বা চিচিঙ্গা বলে ধারণা করছি। ইতোমধ্যে কৃষি বিভাগ ও কৃষি গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তারা ক্ষেত পরিদর্শন করে বীজ সংরক্ষণের নির্দেশনা দিয়েছেন।’

Facebook Comments Box