সাবত (শনিবার), ১৩ ডিসেম্বর ২০২৫

লন্ডনে রেলস্টেশনের নাম ‘বাংলায়’

নিজস্ব প্রতিবেদক: লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকার একটি পাতাল রেলস্টেশনের নাম বাংলায় লেখা হয়েছে। গত বৃহস্পতিবার (১০ মার্চ) থেকে হোয়াইটচ্যাপেল স্টেশনটির নাম ইংরেজি ও বাংলা অক্ষরে লেখা হয়েছে।

বাংলাদেশি কমিউনিটির দাবির প্রেক্ষিতে এটি সফল হয়েছে।

হোয়াইট চ্যাপেল স্টেশনের একাধিক প্রবেশদ্বারে বাংলায় ‘হোয়াইটচ্যাপেল স্টেশন’লেখা রয়েছে। একইসঙ্গে লেখা হয়েছে স্টেশনের প্রবেশপথে ‘হোয়াইটচ্যাপেল স্টেশনে আপনাকে স্বাগত’।

লন্ডন প্রবাসী আবদুল কাইয়ূম চৌধুরী স্টেশনের নামটি বাংলায় লেখার আবেদন জানিয়ে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র, লন্ডন মেয়র, স্থানীয় এমপিসহ টিএফএলের কাছে চিঠি দিয়েছিলেন। এছাড়াও ব্রিটিশ বাংলাদেশি পাওয়ার অ্যান্ড ইন্সপিরেশনের (বিবিপিআই) প্রতিষ্ঠাতা ও কাউন্সিলর আব্দাল উল্লাহ ও সাপ্তাহিক জনমতসহ অনেকেই এ নিয়ে দাবি তুলেছিলেন। এ প্রেক্ষিতে এই উদ্যোগ সফল হয়।

Facebook Comments Box