রুশ চালকবিহীন ডু্বোযান ঘণ্টায় ২০০ কিমি বেগে আঘাত হানতে পারবে

আন্তর্জাতিক ডেস্ক:রাশিয়ার নব নির্মিত চালকবিহীন ডুবোযান পসিডোন ঘণ্টায় ২০০ কিলোমিটার বা ১২৫ মাইল বেগে ছুটে যেয়ে যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। এ ছাড়া, পানির তলে ১ কিলোমিটার গভীরে অবস্থিত শত্রুর যে কোনো প্রতিরক্ষা ব্যূহকে সফলভাবে ধ্বংস করে দিতে পারবে এই ডুবোযান।
ডুবোজাহাজ বিধ্বংসী ব্যবস্থাসহ শত্রুর যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থার ভেতরে ঢুকে যেতে পারবে এই চালকবিহীন ডুবোযান বা ইউইউভি। চালকবিহীন ডুবোযান পসিডন পুরোপুরি স্বনিয়ন্ত্রণ ব্যবস্থায় পরিচালিত হবে বলে রুশ সামরিক বাহিনীর একটি সূত্র জানিয়েছে।
তবে পসিডোন ডুবোযানের অনেক তথ্য কঠোর গোপনীয়তার পর্দায় মুড়ে রাখা হয়েছে। এ সত্ত্বেও কোনো কোনো বিশেষজ্ঞ ধারণা করছেন, প্রকৃতপক্ষে এটির গতি হয়ত আরো বেশি হবে এবং অনায়াসে পানির এক কিলোমিটারের চেয়েও গভীরে যেতে পারবে এটি। অবশ্য, তীব্র গতি এবং পানির তলের এক কিলোমিটারের বেশি গভীর দিয়ে ছুটি যাওয়ার সক্ষমতার কারণে একে ঠেকানো শত্রুর পক্ষে সম্ভব হবে না। রুশ নৌবাহিনীর পরমাণু ডুবোজাহাজ বহন করবে পসিডন।
সূএ: পার্সটুডে


















