জুমুআ (শুক্রবার), ০৭ নভেম্বর ২০২৫

মিয়ানমারে সেনা, বিদ্রোহী সংঘর্ষে শিশু নিহত

নাইজেরিয়ায় করোনার ত্রাণ লুট, দস্যুদের হামলায় নিহত ৪৭

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমার সেনাবাহিনী প্রায় প্রতিদিনই অশান্ত রাখাইন ও চিন রাজ্যে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। ওই অঞ্চলে সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের লড়াই ক্রমেই তীব্র হয়ে উঠছে। এতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে অন্তত ৩২ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে।

রাখাইন জনগণের জন্য বৃহত্তর স্বায়ত্তশাসনের দাবিতে আরাকান আর্মি লড়ছে। এই বাহিনীর সঙ্গে এক বছরের বেশি সময় ধরে মিয়ানমার সেনাবাহিনীর লড়াই চলছে।

শুক্রবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার অফিসের মুখপাত্র রুপার্ট কলভিল সাংবাদিকদের বলেন, ঘনবসতিপূর্ণ এলাকায় অভিযান চালাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী। এতে ২৩ মার্চ থেকে অন্তত ৩২ জন বেসামরিক ব্যক্তি নিহত ও ৭১ জন আহত হয়েছে। এদের বেশিরভাগ নারী ও শিশু। তারা স্কুল, বাড়িঘর ধ্বংস করছে।

Facebook Comments Box